সাইন আপ ও লগ ইন সঙ্ক্রান্ত সহায়িকা

১. কিভাবে সাইন আপ করতে হবে ?

গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে bdemr.com খুলুন। "SIGNUP" এ ক্লিক করুন

এই পেইজ টি খুলবে

তথ্য পূরণ করুন

  • ১. প্রথম সাইন আপের সময় আপনার ফোন নাম্বার অথবা ই-মেইল আইডিটি লিখুন ।
  • ২. যে কোনো পাসওয়ার্ড দিন। এই পাসওয়ার্ড BDEMR এর সব এপসে ব্যবহার করা যাবে। কমপক্ষে ৬ টি অক্ষর , সংখ্যা , বা চিনহ অথবা তার মিশ্রণ , আপনার পছন্দ অনুযায়ী
  • ৩. আপনার সম্পুর্ন নামটি লিখুন ।
  • ৪. জন্ম তারিখ এবং বয়স দিন। যদি জন্ম তারিখ না জানা থাকে তাহলে বয়স দিলে আপনার আজকের দিন হতে একটি নির্দিষ্ট জন্ম তারিখ অটো জেনারেট হবে ।

    এখানে ক্লিক করলে যে ক্যালেন্ডার আসবে সেখানে সন, মাস ও তারিখ দিন ।

  • ৫. আপনার লিঙ্গ নির্বাচন করুন।
  • ৬. পিনকোড ডিফল্ট হিসেবে ৪ টি শূণ্য থাকবে, এই পিনকোডটি পরবর্তী কার্যক্রমে কোন ডাক্তার বা হাসপাতালের আমাদের এ্যাপ ব্যবহারকারী আপনার প্রোফাইল দেখতে চাইলে তখন প্রয়োজন হবে। পিন সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য নীচে দেয়া আছে।
  • ৮. প্রয়োজন অনুযায়ী Role নির্বাচন করুন।
  • ৯. নির্বাচিত রোলের জন্য প্রয়োজনীয় তথ্যগুলো পুরন করুন, বিভিন্ন রোলের জন্য বিভিন্ন রকমের তথ্য প্রয়োজন যেন আপনার একাউন্ট অন্য কেউ ব্যবহার করতে না পারে এবং তথ্য গুলো সঠিক সেটি নিশ্চিতকরনের জন্য। নীচে বিস্তারিত তথ্য দেয়া আছে।
  • ১০. ক্লিনিক এ্যাপ হতে একাউন্ট তৈরি করলে আপনার একাউন্ট তৈরিতে ব্যবহৃত ফোন নাম্বারটি ভেরিফাই করুন । ভেরিফাই করার জন্য আপনার মোবাইল ফোনের ম্যাসেজ অপশন হতে টাইপ করুন bdemr verify এবং পাঠিয়ে দিন ২৬৯৬৯ নাম্বারটিতে, একাধিক নাম্বারের ক্ষেত্রে নাম্বারের শেষে -১ বা যেকোন সংখ্যা থাকলে bdemr verify 1 লিখে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ভেরিফিকেশন কোডটি নীচের ছবির মতন বক্সটিতে প্রবেশ করুন এবং ভেরিফাইতে ক্লিক করুন।
  • সাইন আপ এবং ভেরিফিকেশন শেষে আপনাকে ব্যাক টু লগিন এ ক্লিক করে, আপনি মাত্র তৈরি করা আইডি দিয়ে আমাদের এ্যাপে লগিন করতে পারবেন।

ভিন্ন রোলে একাউন্ট তৈরির ক্ষেত্রে বিভিন্ন তথ্য পুরন করতে হবে। আমাদের সফটওয়্যারে ডাক্তার/ ফিজিশিয়ান (Non BMDC)/ রোগী/ ছাত্র/ এজেন্ট/ প্রতিষ্ঠানের প্রশাসক/ ডাক্তারের সহায়ক/ হাসপাতাল অথবা ক্লিনিকের কর্মচারী/ সেবিকা (নার্স) হিসেব একাউন্ট খোলা যাবে।

ডাক্তার হিসেবে রোল নির্বাচন করুন এবং নিম্নোক্ত তথ্য গুলো পুরন করুন।

  • ১. BMDC Type লিখুন
  • ২. BMDC Registration Number টি লিখুন।
  • ৩. MBBS/BDS Passed Year টি লিখুন।
  • ৪. MBBS/BDS Passed Institution টি লিখুন।
  • ৫. Doctor Type টি লিখুন।
  • ফিজিশিয়ান (Non BMDC) হিসেবে রোল সিলেক্ট করুন। এক্ষেত্রে ব্যবহারকারীকে শুধু Doctory Type লিখতে হবে।

    ছাত্র হিসেবে একাউন্ট খুলতে হলে ছাত্র নির্বাচন করুন এবং আপনি কোন ইয়ারে এবং কোন প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে তা প্রবেশ করুন।

    এজেন্ট হিসেবে একাউন্ট খুলতে আপনাকে আবেদনকৃত জেলার নাম ও আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে।

    প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে একাউন্ট খুলতে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিতে হবে।

    ডাক্তারের সহায়ক (এসিস্ট্যান্ট) হিসেবে একাউন্ট খোলার জন্য আপনাকে জাতীয় পরিচয়পত্রের নাম্বার প্রদান করতে হবে।

    হাসপাতাল অথবা ক্লিনিকের কর্মচারী হিসেবে একাউন্ট খোলার জন্য কর্মচারীর ধরন ও জাতীয় পরিচয়পত্রের নাম্বার প্রদান করতে হবে।

    নার্স এবং রোগী হিসেবে একাউন্ট খোলার জন্য ভিন্ন কোন তথ্যের প্রয়োজন নেই।

    ২. PIN কি? এটা দিয়ে কি হবে?

    PIN অর্থ Personal Identification Number. যে কোন ৪ টি সংখ্যা দিয়ে আপনি আপনার PIN গঠন করবেন। একজন রোগীর ফাইল খুলতে গেলে একজন চিকিৎসককে এই PIN দিতে হবে। এই PIN আপনার একাউন্ট ছাড়া আর কোথাও সঞ্চিত থাকে না। খানিকটা আপনার ক্রেডিট কার্ডের PIN এর মত। আপনার ছাড়া আর কারও এই PIN জানার প্রয়োজন নেই। চিকিৎসক কিম্বা চিকিৎসকের সহকারীর সামনে আপনি এই PIN ব্যবহার করবেন।

    ৩. লগ ইন করার পরে কি করতে হবে?

    লগিন করার পরে আপনি আমাদের এ্যাপটি ব্যবহার করতে সক্ষম হবেন। আপনি যে রোল অনুযায়ী একাউন্টটি তৈরি করেছেন আপনি আমাদের বিভিন্ন এ্যাপের মাধ্যমে সেই রোল অনুযায়ী সেবা গ্রহণ অথবা সেবাদান করতে পারবেন। এছাড়াও আপনার একাউন্টের যেকোন তথ্য খুব সহজেই এডিট করতে পারবেন এবং পেশেন্ট এ্যাপের মাধ্যমে খুব সহজেই ডাক্তারের বুকিং থেকে শুরু করে প্রেসক্রিপশন/ টেস্ট রিপোর্ট/ ডাক্তারের সাথে কথা বলা সহ সকল কাজ সম্পন্ন করতে পারবেন।

    ৪. Role select কি? কেন প্রয়োজন।

    BDEMR এ যিনি বা যারা সাইন আপ করবেন তারা বিভিন্ন ভাবে এটা ব্যবহার করতে পারেন। বর্তমানে যে সমস্ত ভূমিকা নির্দিষ্ট করা আছে তা হচ্ছে চিকিৎসক (Doctor), রোগী (Patient), মেডিকেল ছাত্র (student), প্রতিনিধি (Agent), চিকিৎসক সহকারী (Doctor’s Assistant) , হাসপাতাল বা ক্লিনিকের ব্যবস্থাপক (Hospital/Clinic admin), হাসপাতাল বা ক্লিনিকের কর্মকর্তা/কর্মচারী (Hospital/Clinic Staff)। সব ভূমিকার জন্যই প্রথম সাইন আপ যথেষ্ট। তবে প্রত্যেক ভূমিকার জন্য আলাদা করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

    ৫. কেন প্রত্যেক ভূমিকার জন্য আলাদা তথ্য দিতে হবে?

    প্রত্যেক ভূমিকার ব্যবহার ও দায়িত্ব ভিন্ন। রোগীর ব্যবহার করা যে কোন তথ্য অতি সংবেদনশীল এবং গোপনীয়। তাই রোগীর তথ্যের সংস্পর্শে আসেন এমন সবাই কে তার সম্পূর্ণ তথ্য পূরণ করতে হবে।

    ৬. একজন রোগীর তথ্য কি অন্য কেউ পূরণ করতে পারবেন?

    রোগীর ব্যবহার করা যে কোন তথ্য অতি সংবেদনশীল এবং গোপনীয়।তবে এটি একান্তই রোগীর দায়িত্ব যে তথ্য পূরণে তিনি কারও সাহায্য নেবেন কিনা। নিজে অপারগ হলে রোগী নিজের প্রয়োজনে ও তাঁর সম্মতিতে অন্য কাউকে দিয়ে তথ্য পূরণ করতে পারেন। এই জন্য BDEMR দায়ী নয়।

    ৭. পরিবারের সবার জন্য কি আলাদা একাউন্ট খুলতে হবে?

    আপনি যদি patient হিসেবে একাউন্ট খুলে থাকেন সেক্ষেত্রে পরিবারের সবার জন্য নির্দিষ্ট একাউন্ট করতে হবে, কারন প্রতিটা রোগীর নির্দিষ্ট তথ্য ভিন্ন হয়ে থাকে। এবং প্রতিটা রেকর্ডই মূল্যবান। তাই যার যার নির্দিষ্ট একাউন্ট খুলতে হবে। তবে কারো যদি ফোন নাম্বার না থেকে থাকে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারের শেষে -১ বা এরকম নাম্বার যুক্ত করে একই নাম্বার দিয়ে পরিবারের বিভিন্ন ব্যক্তির একাউন্ট খুলতে পারেবন। তবে অবশ্যই যার একাউন্ট খুলছেন তার তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে।

    ৮. BDEMR Patient APP সঙ্ক্রান্ত সহায়িকা

    patient.bdemr.com এ প্রবেশ করার সাথে সাথে দুটি অপশন দেখতে পারবেন,

    পেশেন্ট এ্যাপে লগইন করুন এবং এপয়েন্টমেন্ট বুকিং দিন

    এপয়েন্টমেন্ট বুকিং দিন (প্রথমবার/ নতুন ভিজিটরদের জন্য)এখান থেকে আপনি প্রথমবারের মতন এপয়েন্টমেন্ট বুকিং দিতে পারবেন এবং একাউন্ট তৈরি করতে পারবেন।

  • ১. প্রতিষ্ঠানের নাম দিয়ে অনুসন্ধান করুন
  • ২. বিভাগ নির্বাচন করুন
  • ৩. ডাক্তারের নাম
  • ৪. বুকিং তারিখ প্রদান করুন
  • অনুসন্ধানে ক্লিক করুন

    ডাক্তারের চেম্বার নীচে দেখা যাবে, নির্দিষ্ট সময় নির্বাচন করুন এবং Book this Doctor বাটনটিতে ক্লিক করুন।

    book this doctor এ ক্লিক করার পরে আপনাকে আইডি তৈরি করতে বলবে যা দিয়ে আপনি পরবর্তীতে যেকোন সময়ে পেশেন্ট এ্যাপে লগিন করে এপয়েন্টমেন্ট বুকিং দিতে পারবেন।
    একাউন্ট তৈরীর ক্ষেত্রে আপনার নাম, বয়স, লিঙ্গ এবং ফোন নাম্বার প্রবেশ করতে হবে।

    Done বাটনটিতে ক্লিক করলেই আপনার আইডি তৈরি হয়ে যাবে এবং একই সাথে আপনার বুকিং নিশ্চিত হয়ে যাবে

    পেশেন্ট এ্যাপে লগিন করুন

    লগ ইন এর পরে ড্যাশবোর্ড দেখুন।

    একেবারে বাম দিকে "হ্যামবার্গার সাইন" ( ৩ টা দাগ একসাথে ) Hamburger Sign (Row of 3 lines) ☰ এটাতে ক্লিক করলে বাঁ দিকের ন্যাভিগেশন ট্যাব দেখা যায়।

    এখানে ক্লিক করলে বাম দিকের প্যানেল দেখা যায়

    Languageঃ এখানে ক্লিক করে সম্পুর্ন এ্যাপের ভাষা পরিবর্তন করে বাংলা অথবা ইংরেজী করে নিতে পারবেন।

    ক্লাউড বা মেঘের চিহ্নঃ এটা ক্লিক করলে সমস্ত তথ্য সার্ভারের সাথে হাল নাগাদ হয়। প্রত্যেকবার অ্যাপ টি খোলার পরে যদি হাল নাগাদ তথ্য দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন। এছাড়া আপনি পুরনো তথ্য দেখতে থাকবেন। তবে প্রয়োজনের অধিক এখানে ক্লিক না করা উচিৎ। ফ্রি হিসেবে দেওয়া নির্দিষ্ট সংখ্যক বার দেখার পরে , বাড়তি সংখ্যক হালনাগাদের জন্য সামান্য ফি দিতে হতে পারে।

    গোল তীর চিহ্নঃ এটা ক্লিক করলে এই পাতাটি রিফ্রেশ হয়।

    অনলাইন স্বাস্থ্যসেবা সমূহ (Online Health Services)
    এটা ক্লিক করলে অনলাইন স্বাস্থ্যসেবা সুবিধা নেয়া যায়।

    একদম উপরে লেখাঅনুসন্ধান (search)আমার সেবা সমূহ (My Services)

    অনুসন্ধানএখান থেকে আপনি প্রতিষ্ঠান, ডাক্তারের নাম, অভিজ্ঞতা, ডিগ্রী, বিশেষজ্ঞতা অথবা সব কিছু লিখে ডাক্তারের অনুসন্ধান করতে পারবেন।

    নির্দিষ্ট ডাক্তারকে নির্বাচন করে Book and pay (from wallet) তে ক্লিক করে আপনার অনলাইন সেবা নিশ্চিত করুন

    আমার সেবা সমূহএখানে অনলাইনের নেয়া আপনার সকল সেবাগুলো দেখতে পারবেন

    এপয়েন্টমেন্ট বুকিং (Appointment Booking)
    এখান থেকে ব্যবহারকারী তার পছন্দের ডাক্তারের নির্বাচনের খুঁজে বের করে এপয়েন্টমেন্ট নিতে পারবেন ।

    প্রতিষ্ঠানের নাম দিয়ে অনুসন্ধান করুন (Search by Organization)এখানে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে।

    বিশেষজ্ঞ বিষয় নির্বাচন করুন (select specialization)এখানে ডাক্তারের বিশেষজ্ঞতা লিখতে হবে (যদি জানা থাকে, বাধ্যতমূলক নয়)

    বুকিং তারিখ প্রদান করুন (Select a booking date)এখান থেকে যে তারিখে ব্যবহারকারী বুকিং করতে চাচ্ছে সেই তারিখটি প্রদান করতে হবে, ক্যালেন্ডার খুলে নির্দিষ্ট তারিখ নির্বাচন করুন অথবা ম্যানুয়ালি মাস/দিন/বছর লিখুন।

    ডাক্তারের নাম এবং ডাক্তারের কোড (Doctors Name and Doctors Chamber code)ডাক্তারের নাম লিখুন এবং তার পাশের ঘরটিতে চেম্বার কোড লিখুন (যদি জানা থাকে)

    ডিগ্রী এবং ঠিকানা (যদি জানা থাকে Degree and Address)এখানে ডাক্তারের ডিগ্রী এবং চেম্বারের ঠিকানা লেখা যাবে যদি জানা থাকে।

    অনুসন্ধান (Search)নির্দিষ্ট তথ্য প্রদান করে অনুসন্ধান বাটনটিতে ক্লিক করুন। এবং এরপর আপনার কাংখিত ডাক্তারের এপয়েন্টমেন্ট নিন। মনে রাখতে এখানে বুকিং তারিখ প্রদান করাটা বাধ্যতামূলক, এছাড়া যেসকল তথ্য জানা আছে তার ভেতরে যেকোন একটি তথ্য দিয়ে আপনি ডাক্তারকে খুঁজে বের করতে পারবেন।

    সময়ের স্লট নির্বাচন করুন (Select Time Slot)

    Pay or Book and pay from walletসময় নির্বাচনের পরে এই বাটনটিতে ক্লিক করলে আপনার এপয়েন্টমেন্ট নিশ্চিত হয়ে যাবে।

    আমার বুকিং সমুহ (My Bookings)এখানে আপনি আপনার পূর্বের সকল বুকিং গুলো দেখতে পারবেন।

    কুইজ (quiz)
    এখানে ক্লিক করে আপনি আমাদের বিডিইএময়ার এর কুইজে অংশগ্রহণ করতে পারবেন।

    পয়েন্ট (Point)এখানে কুইজ খেলে ব্যবহারকারীর অর্জিত পয়েন্ট দেখা যাবে

    নতুন পর্ব কুইজ এবং submit answersএখানে বিডিএময়ার থেকে আয়োজিত কুইজের প্রশ্নের উত্তর দিতে হয় যেটি মাল্টিপল চয়েজ অপশন এবং প্রশ্নের উত্তর দেয়ার পরে submit answers এ ক্লিক করে আপনার উত্তরটি সাবমিট করুন।

    Registered QR Code
    এখানে একটি qr কোড থাকবে ব্যবহারকারীর আইডেন্টিফিকেশন এর জন্য, রেজিস্ট্রেশন এর সময়ে এই qr কোডটি তৈরি হবে।

    উপরিউক্ত ফীচারটিতে প্রবেশ করলে আপনার সকল তথ্য সহ একটি qr কোড দেখা যাবে।

    Security QR Code
    এখানে ব্যবহারকারীর সিকিউরিটি QR কোড দেখা যাবে যা ২৪ ঘন্টা পর পর পরিবর্তন হয়ে যায়।

    Self Check In
    যেকোন প্রতিষ্ঠানের যারা আমাদের সফটওয়্যার ব্যবহার করে সেই সকল প্রতিষ্ঠানে সেলফ চেকিন করতে পারবেন এই ফীচারটির মাধ্যমে। আপনার ক্যামেরাটি দিয়ে প্রতিষ্ঠানের বারকোডটি স্ক্যান করলে সেলফ চেক ইন সম্পন্ন হবে।

    ঔষধপত্রঃ(My Medication)
    এটা ক্লিক করলে ঔষধ সমূহ দেখা যায়।

    একদম উপরে লেখা চলতি ঔষধপত্রঃ (Current Medication) পুরাতন ঔষধপত্রঃ (Stopped Medication)

    চলতি ঔষধপত্রঃ মানে যে সমস্ত ঔষধপত্র রোগী এখনো সেবন করছে।

    পুরাতন ঔষধপত্রঃ মানে যে সমস্ত ঔষধপত্র ডাক্তার স্থগিত করেছেন /বন্ধ করেছেন/অথবা নির্দিষ্ট সময় পর্যন্ত নেওয়া হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে। এই তালিকা দেখে চিকিৎসক বুঝতে পারবেন রোগী আগে কি কি ওষুধ খেয়েছেন।

    চলতি ঔষধপত্রের পাশে সবুজের মধ্যে যোগ চিনহ (+): এটা ক্লিক করলে এখানে নতুন ওষুধ যোগ করতে পারবেন।

    চলতি ঔষধপত্রের নীচে ক্রমিক সংখ্যা দিয়ে ওষুধের নাম দেখান আছে।

    প্রথম কলামে ওষুধের নামের (কোম্পানির দেওয়া ব্রান্ড নাম) দেখা যাবে। তার একেবারে পাশে পাশে একই ওষুধের পুস্তকে লেখা পাওয়া নাম (pharmacological নাম), ওষুধের শক্তি বা মাত্রা , এবং ওষুধ প্রস্তুতকারী কোম্পানির নাম দেওয়া আছে। এর নীচে ওষুধের সংখ্যা খাওয়ার সময় ও নির্দেশনা দেখা যাবে।

    একেবারে ডান পাশে যেখানে লেখা আছে "ওষুধ নিন" ( Take Medicine) সেখানে ক্লিক করলে "শেষ নেওয়া হয়েছে" (Last Dose) ঘরে বর্তমান সময় ও তারিখ দেখা যাবে। এখানে দেখেই একজন রোগী জানবেন যে তিনি আগর ওষুধ কখন খেয়েছেন। তার ডান দিকে

    "পরবর্তী নেওয়া হবে " (Next Dose) ঘরটিতে আগামী ডোজের সময় দেখা যাবে।

    তার পাশে চিকিৎসক কর্তৃক দেওয়া মোট ওষুধের সংখ্যা দেখা যাবে। এটার নাম

    "বাকি আছে " ( Doses left) । প্রত্যেক বার ওষুধ নিলে এখানে ১ টি করে সংখ্যা কমতে থাকবে। পুনরায় ওষুধ যোগ না করলে ওষুধ শেষ হয়ে গেলে আর ওষুধ নিতে হবে না।

    নতুন ঔষধ যোগ করব কিভাবে ?

    চলতি ঔষধপত্রের পাশে সবুজের মধ্যে যোগ চিনহ (+): এটা ক্লিক করলে এখানে নতুন ওষুধ যোগ করতে পারবেন।

    যেখানে "ঔষধের নাম" (Brand Name) লেখা আছে তার নীচে ইংরেজিতে আপনার ওষুধের প্রথম ২ টি অক্ষর লিখুন তাহলেই নীচে ওই নামের সাথে সম্পর্কিত সব ওষুধের তালিকা দেখতে পাওয়া যাবে ।


    আপনার নির্দিষ্ট ওষুধটির উপরে ক্লিক করুন। এতে ওই ওষুধের বইয়ে পাওয়া নাম (pharmacological নাম), ওষুধের শক্তি (strength) বা মাত্রা (Dose) , এবং ওষুধ প্রস্তুতকারী কোম্পানির নাম, ওষুধের শক্তি , প্রকার (Form) , একক (Unit) এই ঘরগুলি পূরণ হয়ে যাবে।

    যদি প্রকার ১ এর বেশি থাকে ( যেমন একই ওষুধের সিরাপ/ ট্যাবলেট/ ক্যাপস্যুল ) এবং আপনি যে প্রকার ওষুধ খান তা না থাকে তাহলে প্রকার এর ঘরে ক্লিক করুন। এখানে আপনি অন্যান্য প্রকার দেখতে পাবেন। প্রয়োজনীয় প্রকার ক্লিক করুন।


    আপনি মাত্রার ঘরে ১ বা ২ বা চিকিৎসকের দেওয়া সংখ্যা পূরণ করুন। একক অর্থ ১ টি ট্যাবলেট/ ১ টি বা ২ টি ক্যাপস্যুল/ অথবা ১ চামচ/ ২ চামচ / বা ১ ফোঁটা বা ২ ফোঁটা / ইনজেকশনের ক্ষেত্রে ১ এম্পুল বা ২ এম্পুল ইত্যাদি।


    ব্যবহারের সংখ্যা (Times per) নির্দেশ করে দিনে কতবার নিতে হবে যেমন দিনে ৩ বার/ ২ বার/ ৪ বার ইত্যাদি।


    প্রতি (Every)ঃ এখানে প্রতি ১ দিন নির্দিষ্ট আছে । ডান পাশের উপর/ নীচ তীর চিনহ দিয়ে এই সংখ্যা বাড়ানো ও কমানো যাবে।


    পথ(Route) ঃ এটি নির্দেশ করে কোন পথে ওষুধ সেবন করতে হবে। যেমন মুখে খাওয়া, বা শিরায় ইঞ্জেকশান দেওয়া, বা চামড়ার নীচে ইঞ্জেকশান দেওয়া, বা জিহ্বার নীচে দেওয়া ইত্যাদি।

    ঔষধ গ্রহণের নির্দেশনাঃ(Direction)ওষুধ টি কিভাবে খেতে হবে তার নির্দেশনা থাকে এখানে যেমন, খালি পেটে বা ভরা পেটে, অথবা যে কোন সময় ইত্যাদি।

    শুরুর দিনঃ (Start Date)যে দিন এই ওষুধ যোগ করা হবে সেটা শুরুর দিন হিসেবে গণ্য হবে। এখানে ডান পাশে একটি ক্যালেন্ডার আছে , তার মাধ্যমে অতীতের বা ভবিষ্যতের শুরুর দিন যোগ করা যাবে।

    শেষের সময় ঃ(Ends onশেষের সময় ঃ(Ends on) এখানে লেখা যাবে যে এই ওষুধ কয়দিন চলবে। পাশের নীচের তীর চিনহ তে ক্লিক করুন। এখানে ১/২/৩ সপ্তাহ দেওয়া আছে। এর যে কোন টি ক্লিক করলে পাশে আবার দিন দেওয়ার ব্যবস্থা আছে।


    কেউ যদি আরও অনেক বেশি দিনের জন্য দিতে চান তবে এখানে"কাস্টম"(Custom)ক্লিক করলে ডান পাশে আরেকটা ক্যালেন্ডার দেখা যাবে । সেখান থেকে দিন ঠিক করা যাবে। ভবিষ্যতের যে কোন দিন দেওয়া যাবে।


    প্রতি প্রেস্ক্রিপশানে দেওয়া ওষুধের সংখ্যাঃ এটি স্বয়ংক্রিয়ভাবে মোট ওষুধের পরিমাণ নির্দিষ্ট করে। যেমন কোন ওষুধ দিনে ২ বার করে ৭ দিন দেওয়া থাকলে মোট ১৪ টি ওষুধ প্রয়োজন। রোগী জানবেন তাকে মোট কয়টি ওষুধ কিনতে হবে।


    পরবর্তীতে ক্রয়যোগ্য বা Refilঃ একবার নির্দেশনা দেওয়ার পরে যদি রোগীর আবার ওই ওষুধ খাওয়ার প্রয়োজন পরে তবে চিকিৎসক এটি যোগ করতে পারেন।

    মন্তব্যঃ (Coments) এই ওষুধ সম্পর্কে চিকিৎসক যদি অতিরিক্ত কোন মন্তব্য লিখতে চান এখানে লিখতে পারেন।


    যে কোন সময়ে যদি এই ওষুধের ক্ষেত্রে কিছু ভুল হয়ে যায় তবে রিফ্রেশ ট্যাবে ক্লিক করুন। পাতা টি পুনরায় ব্যবহারের উপযোগী হবে নতুন ওষুধ অন্তর্ভুক্তির জন্য।

    কোন সময়ে যদি ওষুধ যোগ করতে অথবা অন্য কোন তথ্য যোগ অসুবিধা হয় তাহলে এপ্লিকেশন টি বন্ধ করে আবার খুলুন।

    আবশ্যিক পরিমাপ (My Vitals)ঃ এখানে রক্তচাপ, তাপমাত্রা, শ্বাস ও নাড়ীর গতি, ওজন ও উচ্চতা ইত্যাদি লেখা যাবে।



    উদাহরণ এখানে ১টি রক্তচাপ যোগ করা দেখানো হয়েছে।

    পরীক্ষা সমূহ (My Test)ঃ

    এখানে যে কোন পরীক্ষার ফলাফল লেখা যাবে। যেহেতু দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক তাই প্রথম অংশে রক্তে চিনির পরিমাণ (ব্লাড সুগার টেস্ট)

    ও দ্বিতীয় অংশে অন্যান্য পরীক্ষা দেওয়া আছে।

    চিকিৎসকের সাক্ষাত ও রিপোর্ট সমূহ (My Visits এন্ড Reports)ঃ এখানে সাক্ষাত করা সকল চিকিৎসকের নামের তালিকা পাওয়া যাবে।


    My diagnosis বা ডায়াগনোসিস সমূহ
    চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সময় আপনার রোগের বর্ণনা, পরীক্ষা শেষে চিকিৎসক একটি ডায়াগনোসিস লেখেন। এখানে সেটি পাওয়া যাবে। এর ফলে আপনার জীবনের সব রোগের সংক্ষিপ্ত বর্ণনা তারিখ অনুযায়ী দেখা যাবে। চিকিৎসক এখান থেকে প্রয়োজনীয় তথ্য পাবেন। পাবেন,



    পরবর্তী সাক্ষাত ঃ (My next Visit) এখানে পরবর্তী সাক্ষাতের তারিখ ও চিকিৎসকের নাম দেখা যাবে


    পরিচিতি ও অবস্থান ঃ (Demography) এখানে রোগীর নাম ঠিকানা, রক্তের গ্রুপ, এলার্জি , নিকটাত্মীয় এর যোগাযোগের ঠিকানা ইত্যাদি লেখা যাবে।


    ডাক্তার ও রোগীর নথি (Doctor and Patient's note)ঃ এখানে রোগী তাঁর রোগের বর্ণনা লিখতে পারবেন। যা সরাসরি পৌঁছে যাবে চিকিৎসকের কাছে। চিকিৎসক এই বর্ণনা দেখে চিকিৎসা দিতে পারেন, অথবা অভিমত দিতে পারেন । সেটা আবার রোগীর কাছে পৌঁছে যাবে এই এপে।


    এখানে আপনার রোগের বর্ণনা অথবা সমস্যার প্রতিউত্তর হিসেবে ডাক্তার হতে পাওয়া নথি দেখতে পাওয়া যাবে।


    ছবি/ভিডিও গ্যালারি (Patient Gallery)ঃ এখানে রোগী বা চিকিৎসকের আপলোড করা ছবি/ভিডিও ও নথি রাখা যাবে।


    আপনার আপলোড করা ছবি দেখুন এখানে


    ভিডিও আলাপন (Video Chat)এখানে আপনি অন্য রোগী অথবা চিকিৎসকের সাথে সরাসরি ভিডিওতে কথা বলতে পারবেন এবং ডাক্তারের সেবা নিতে পারবেন।

    Invite বাটনটিতে ক্লিক করুন

    যার সাথে কথা বলতে চাচ্ছেন তার নাম্বারটি প্রবেশ করুন নির্দিষ্ট স্থানে (নীচের ছবির মতন)

    পাঠান বাটনটিতে ক্লিক করুন, অপরপ্রান্তে এ্যাপ ব্যবহারকারীড় কাছে ভিডিও চ্যাট রিকোয়েস্ট চলে যাবে। এবং এভাবে একে অপরের সাথে কথা বলা যায়।

    ডাক্তার আপনাকে ভিডিও চ্যাটে ইনভাইট করলে আপনাকে এক্সেপ্ট বাটনটিতে ক্লিক করতে হবে।

    Send Notification বাম দিকের প্যানেলে এভাবে দেখুন


    ড্যাশ বোর্ডে দেখুন এখানে


    যেভাবে পাঠাবেন

    Type of Receipient এ ক্লিক করে কোন ধরনের ব্যবহারকারীকে তথ্য পাঠাবেন সিলেক্ট করুন।

    নাম, ফোন নম্বর বা ইমেইল দিয়ে সার্চ করুন।

    প্রাপ্ত নাম থেকে প্রয়োজনীয় নাম সিলেক্ট করুন। Message লেখা জায়গায় আপনার তথ্য দিন।

    এরপরে SEND লেখাতে ক্লিক করে দিলেই আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। এটি আমাদের যে কোন ব্যবহারকারী ব্যবহার করতে পারবেন। বারবার ফোনের বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন।

    চিকিৎসকের বৈধতা পরীক্ষা করুন


    এটি বাংলদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এর ওয়েবসাইটের লিঙ্ক। এখানে চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর দিলে চিকিৎসকের নাম , ছবি ও ঠিকানা দেখা যাবে।

    লগ আউট ঃ (Log Out) এপ টি বন্ধ করতে লগ আউট করুন।

    ৯. BDEMR Doctor APP সঙ্ক্রান্ত সহায়িকা

    This is a basic tutorial for using doctor app, more updates will be added soon

    Log in


    After log in you will see this page. If you are signing in for the first time , please send email requesting activation code to the email mentioned. If you are singing in and belong to an institution, the hospital admin will/may have the activation code.


    Insert the activation code. Please make sure that there is no space after that. Click check and then Activate. Click on activate and will get this message on the screen.


    Please click on “ Got it” whenever you get this message for whatever reason it may be.

    The Hamburger Sign (Row of 3 lines) on the left shows the left panel from which you can enter into different part of EMR


    Dashboard looks like this

    Here a doctor can see their total number of patients, new patients, and also how many days left before next activation. To get more activation code email your name, position and requirement or click on purchase to buy it . If have an activation code, click on renew and insert the activation code, you are on for 30 more days.

    Cloud sign: Whenever a doctor finishes seeing a patient's file and finished advising, prescribing, writing a note etc. for that patient, doctors need to press the cloud sign to make it available to that particular patient.

    Notification bell: All the notifications a doctor receives, they need to press this button to see them.

    Patient Manager( on the left pane) takes you to patient finder

    Here you can search a patient by name,email, national ID or hospital number that has been assigned to him.
    There are 2 type of search
    Online Search: to find any patient already registered with our system and has information in the cloud.
    Offline Search: patients that were added by the user offline and still not synced to the cloud.
    List all imported /offline patients show all patients accessed by the doctor. On the right top there is advanced search which can further refine the search.
    Write a name

    Once clicked on online search it will show the patient or list of patients

    Remember it shows that patient is online only.
    Click on the three dot beside “online only”. You will be asked to “import”


    Here the doctor will need to insert the PIN set by the patient. Without the PIN no data can be accessed. Your hospital may decide on a prefixed PIN for patients who is not registered to reduce the time spent on registration. Please consult your hospital. Currently on our system 0000 is set as default.
    A wrong PIN will provide the following message
    Click on the “GOT IT” to move back
    With correct PIN the colour changes to green and looks like this

    Click on the three dots and following option will be seen

    View: to start seeing or creating records
    Publish to cloud: for publishing a record that was offline before
    Import latest from Cloud: self explanatory
    Delete Local Copy: delete the patient’s current record on the device
    Clicking on view brings to this page

    Here demography is selected Tabs that are not visible can be seen by clicking on the right arrow.
    Demography contains patient’s pertinent information
    Confirmed Diagnosis contains all previous diagnosis made by all doctors during the lifetime of the patients with latest at the top.
    Medicine contains two separate list of current medication (that is patient taking) and stopped medication. Idea is to identify previous treatment history.
    Vitals contain all vitals separately so that each can be looked at as trend.
    Click on add vitals and then click on the vital you want to add. Enter the vital and click add, the entered vital is shown below. Once all the vitals are entered then click on the “save” tab below. All the vitals will be saved and seen separately. ( Caution: without clicking on the SAVE tab no entry will be saved here)

    Visits & Reports Here all previous visits are listed by date including name of the doctor, speciality and institution.

    Test results:will show patient’s all previous tests. Considering prevalence of diabetes blood test is separated from other test.

    If a doctor wants to enter

    new test results, please click on “NEW TEST”

    Similar to test results it has “blood sugar” and “other tests”. For other test, name of the test, institution, result, unit needs to be entered. All the test results can be filtered by name and also by latest results can be filtered by name and also by date. Like the image below is filtered for july 1 2017 to july 2 2017.



    Doctor Patient Note This is to exchange message between doctor and patient (only delivered to the account holder). Any relevant message can be sent. This message does not cost doctor any money but patient may/have to pay. All the messages sent by the doctor or doctors are seen under the Doctors Note, and all message sent by the patient are seen under patients note.

    Patient Gallery Patient or doctor can upload any photo or video to this patient’s account. The upload is saved under patient and may attract a payment.

    Activity Log All the activity of the doctor is logged here. This part is not seen by patient generally but kept saved in server. This part is important in area where patient complains that the patient was not attended for a long time. Any entry has a log and will help doctor or health personnel to prove that they have attended the patient.

    New Visit To create a new visit please click on +NEW VISIT On the top there are different Tabs. You can use any feature independent of other Tabs.

    History and Physical: this part is for detailed history including past complaints. This history taking can be done by a doctor who is a specialist doctor’s assistant or another doctor who has taken detailed history and recorded it. This part can be copied from previous history and physical and save time for the busy practitioner.

    Click on “create” to take a detailed histroy. The format is predefined system and required to click on the required field.

    Some special rules apply here . One of them is called default. It means if it is not dismissed, a prewritten segment will be printed. If the “default “ is dismissed than the system is opened and new entry is possible. Few screenshot to elaborate.


    We will click on the Plus(+) sign beside History of Current Surgical Problem / Diagnosis

    “X” at the top right side will delete all data entered here. The arrow will expnad or collapse the field. If nothing is done the ticked word “Nothing Contributory” will be printed.

    If we click on the

    “DISMISS DEFAULT” the following section opens up. Select the necessary box or write a new at the bottom “ enter custom text area” and press ‘enter’

    This icon will expand. This rule applies to all section


    This icon will collapse the relevant section. This rule applies to all section

    History of Current Medical Problem / Diagnosis
    A section holding default presets for many diagnosis and some brief but useful data.In this section doctors can write only the chief complains in the “Chief Complains” box if they don't want anything elaborate and wants to keep it short.


    Symptom of different diseases can be found in the Symptoms group.


    Obs. history group is ticked with “Nothing contributory” primarily but it can be unticked and add other informations from the obs. History togglable.


    GI system same as obs. “Nothing contributory” as default but other details like Fasting can be entered.


    Family history default option pre-checked


    Chronic pain


    Gynae History


    CVS default option is pre-checked but doctors can also add NYHA and CCS value from here and untick the default preset.


    Respiratory has two checkbox but only the first one is pre-checked


    Haematological


    Steroid use


    History of Transfusion and Reaction


    Renal


    Musculoskeletal , Autoimmune disease, Cancer History


    Endocrine


    Infectious Disease


    Neuro


    Drug intoxication/poisoning


    Other system / diseases


    History of Past Problem / Diagnosis
    In this section diagnosis of past problems can be found and added. Every diagnosis is elaborately described here. For example NYHA, CCS, AAA, Aortic stenosis, Arrhythmia, Cardiomyopathy etc. is in CVS groupIn this section diagnosis of past problems can be found. Every diagnosis is elaborately described here. In CVS group NYHA, CCS, AAA, Aortic stenosis, Arrhythmia, Cardiomyopathy and more diagnosis can be found.


    More groups like Drug intoxication/Poisoning, holds data like cocaine intoxication, CO poisoning etc.


    ENDOCRINE consists of Hypothyroidism, acromegaly, addison’s disease, cushing’s syndrome etc.


    GI System has GERD, Hiatus Hernia etc.


    Gynae History


    Haematological


    Infectious Disease


    Musculoskeletal , Autoimmune disease, Cancer History


    Neuro


    Obstetric History


    Other System / Diseases


    Renal


    Respiratory


    Steroid use


    History of Transfusion and Reaction


    Family History
    Patient’s family history can be added from this section with the help of some basic multiple choices.


    Previous Anesthetic / Surgical History
    Doctors can add operations name using an autocomplete list from the box of this section. Example typing “A” in the box opens a list of operations names starting with A.


    Previous Anesthetic / Surgical Complications
    Previous surgical complications in a simple multiple choice list.


    Chronic Pain
    Diagnosis reports related to chronic pain can be added from here. For example Location, severity, onset etc. chronic pain data in detail is given here in this section.


    Allergy
    Write the first letter and a list is available. Select from the list or write your own words. It also gives you “what happened” option. Please see below .

    After clicking on dismiss default and typing P

    After selecting penicillin it appear below

    Writing “r” below “what happened” will show the available option.

    Select accordingly or write your own. To delete please click on the delete icon.



    Social History
    Here the social history of a patient can be documented by inserting various informations regarding the patient's social life. Such as, Occupation, Marital status, Number of children, Smoking history etc.

    Clicking on “DISMISS DEFAULTS” will expand the tab fully with all the options.


    Medication History
    In medication history doctor can add patient’s previous medications names. An autocomplete list is added in this box so doctors can easily find medicine names.


    Activity
    This section is about the physical ability. For anesthesiologist it is compared in MET. For other s it is to find if the patient is independant or not

    Physical Parameter See the following picture. Units can be converted

    Action is for nursing or other health professional assesment to order investiagtionis the patient is found to be obese

    Comments
    If the doctor wants to leave a comment on basis of the History tab for the patient, they add this comment on the comment tab. There is a comment section for every major tab like history, examination, investigation etc.


    Right beside the History tab there is another tab called

    “Examination”selecting this tab will show a list of examining options as shown in the image below.


    Vitals
    Clicking on vitals will further expand the tab. Information related to vitals like BP, HR ,RR with units can be added from here.


    Airway
    The Airway tab contains all the information related to airway anatomy. Image below shows just part of the whole tab. Doctors can add much more information from this tab.


    CVS
    In the CVS tab doctor can add details about cardiovascular system. From palpation to inspection everything can be added.


    Respiratory Examination
    Clicking on respiratory examination tab will expand it and details related to respiratory can be seen and added from here.


    Chronic pain/Neurological examination
    In this tab doctors can browse through multiple list of options and add data according to their inspection on chronic or neurological examination.


    Surgical examination
    Comments about surgical examination can be entered here in this tab.


    Ear Nose Throat
    Opening this section allows access to different ENT examination reports.First in front is the Ear section where pinna, palpitation, canal etc. can be found

    Second to the right is the Nose

    Third to the more right is the Throat


    Name of the test performed
    Name of the tab itself is the clue of the tab. Name of different tests and results are stored here and doctor can add test results from here.



    Beside the Examination tab there is another tab named

    “Investigations”, by selecting this tab doctors will see a series of options related to investigations itself.


    CBC
    or Complete Blood Count tab contains information like Hgb, Wcc etc. with units.If its within limit doctor can just select “WNL”, otherwise doctors can add any CBC related data from here.


    Renal
    Renal tab holds information related to kidney. Doctors can choose multiple options and add results according to their investigation. With unit included it is easier and time saving for the doctors to add results from here.


    Glucose
    After measuring the glucose level in blood result can be added from this tab.


    Coag
    Coag or clotting of blood informations can be found in this tab. Details regarding coag can be added from this tab.


    ECG
    ECG tab holds information about heart activity. From rate to multiple conditions can be found here and added to investigation result. Any other custom opinion can also be added easily.


    CXR
    Chest X-Ray investigation report can be added from this tab.


    CT
    Comments on CT scan report can be added through this tab

    MRI
    Comment on MRI report


    ABG(Arterial Blood Gas)
    Doctors can add Time, pH and other details of ABG from here.


    VBG(Venous Blood Gas)
    Details of venous blood gas can be found in this tab.


    Echo
    Doctors can add details of Echo from here. From Examination to Arterial assessment everything is stored here.


    Lung function test/Spirometry


    Other Investigation
    If doctors can't find their desired investigation from the Investigation Tab, then they can customly add investigation detail from the “other investigation” tab.


    “Diagnosis” at the top bar. Exploring that tab, they will see multiple options regarding diagnosis. They can add different diagnosis details by selecting the respective option from the Diagnosis bar. Diagnosis only contains one section and that is Diagnosis itself.



    Selecting

    “Discussion” will show tabs like patients refusal, general discussion etc.These tabs are discussed below.


    Chronic Pain
    Details about chronic pain is listed here.


    Patient Refusal
    Refusal from patients about different procedures.


    General Discussion
    General discussion about a patient's health status, what prerequisites are required to be fulfilled for further treatment of the patient can be added from here.


    Resuscitation
    Details of resuscitation.


    Surgical Procedure & Complication
    Comments on surgical procedure and complication can be added from here.



    Proceeding to the right we see another tab named “Optimization”


    Request Consult
    Clicking on doctors will see an default option ticked. They can dismiss it and further expand the tab.



    Discontinue Medicine
    tab allows the doctor to advise patients on discontinuing medicines they don't need anymore.



    Going further right to the last tab is “Plan”

    Plan after consult
    after consulting doctors can add plans according to a patient's health condition and resolve issues therefore.


    This concludes all the feature in History & Physical, now pressing the back arrow we come back to new visit page again and thus move on exploring other tabs.

    Diagnosis:
    Right beside History & Physical there is the Diagnosis tab. In this tab doctors can search and add a wide-variety of diagnoses for the patient.


    Test Advised:
    Now here in test advised tab doctors can advise different tests and make it available to a patient.

    Clicking on + NEW TEST will open up another menu from where doctors can search and add tests. For example in the Default tab here they can select a investigation like the one given below and it will be automatically added to Added Test card.

    Also doctors can Search, favourite a test, add custom investigations and add institutions.


    Prescription:
    In the prescription tab, prescribed medicines will show up as soon as it is added and saved. By pressing add+favourite doctors can favourite some medicines which they prescribe more frequently than other.


    Notes:
    Doctors can write private notes to a patient using this option.


    Patient Stay:
    Admission date and institution can be seen and added from this tab.


    Next Visit:
    Add next visit details from here.


    Invoice:
    Doctor can add invoice, this invoice can be saved and sent to a patient. Patient can receive this invoice using his/her account and pay for their service


    The circular pink Plus(+) button
    This is a shorcut button used to quickly add or create things if doctors dont wish to go in details. Below are the images for better understandings.


    ১০. BDEMR CLINIC APP সঙ্ক্রান্ত সহায়িকা

    আপনি যদি ওয়েবসাইট ব্যবহার করতে চান তাহলে clinic.bdemr.com ভিজিট করুন।

    Log in করুন


    If you have an existing account you need to login,



    But if you don't have any account on bdemr then you need to sign up for a new account. Signing up is really easy

    Below is a image of the sign-up page.



    Fill all the information, click on signup to create your new account.

    Now if you are logging in for the first time doesn't matter if you had an account or you created just now you will see page like this asking for activation code. please send email  requesting activation code to the email mentioned. If you are singing in and belong to an institution, the hospital admin will/may have the activation code.


    Insert the activation code. Please make sure that there is no space after that. Click check and then Activate. Click on activate and will get this message on the screen.


    Please click on “ Got it” whenever you get this message for whatever reason it may be.


    Creating or Selecting Organization
    After logging in you will see a page that looks like this, press the button “create/join organization” button.


    Select a organization from the drop down if you want to join an existing organization


    Now, if you want to create a new organization select “+create a new organization.” Then fill up necessary information from the Organization editor page.


    But if you just want to join as an user you can search existing organizations through the search bar,


    Now after finding your desired organization click on the three dot from the right side and select “join as an user”

    and select “join as an user”



    Hamburger sign and the Dashboard
    The  Hamburger Sign (Row of 3 lines) on the left shows the left panel from which you can enter into different part of EMR



    Dashboard looks like this

    Here a doctor can see their total number of patients, new patients, and also how many days left before next activation. To get more activation code email your name, position and requirement or click on purchase to buy it . If have an activation code, click on renew and insert the activation code, you are on for 30 more days.


    Cloud sign and Notification bell
    Cloud sign: Anytime you want to check data about a new patient you need to click on sync to download patient’s total and most recent information.



    Notification bell: To check notifications of the app.



    Patient Manager
    Patient Manager (on the left panel) takes you to patient finder



    Here you can search a patient by name,email, national ID or hospital number that has been assigned to him.
    There are 3 search
    Online search: to find any patient already registered with our system and has information in the cloud.
    Offline Search: patients that were added by the user offline and still not synced to the cloud.
    List all imported /offline patients: show all patients accessed by the doctor.
    On the right top there is advanced search which can further refine the search.

    Write a name


    Once clicked on online search it will show the patient or list of patients
    Remember it shows that patient is online only.


    Click on the three dot beside “online only”. You will be asked to “import”


    When you click on import the following message will appear


    Here the doctor will need to insert the PIN set by the patient. Without the PIN no data can be accessed. Your hospital may decide on a prefixed PIN for patients who is not registered to reduce the time spent on registration. Please consult your hospital. Currently on our system 0000 is set as default.

    A wrong PIN will provide the following message


    Click on the “GOT IT” to move back
    With correct PIN the colour changes to green  and looks like this


    Click on the right side three dots and following option will be seen


    View: to start seeing or creating records
    Edit: to edit patient's information.
    Publish to cloud: for publishing a record that was offline before
    Import latest from Cloud : self explanatory
    Delete Local Copy: delete the patient’s current record on the device.


    Clicking on View
    Now clicking on view will show a page where you will find Demography, Test advised, Test result, Invoice.

    Demography: contains patient’s pertinent information
    This is just an example.



    Advised test: Tests that have been advised by the doctors to a patient.
    Advised tests will show up here.

    User can also add new tests, add results for a test, add custom test, find doctors and reported doctor’s list


    Test Result: Results of the advised tests will show up here.


    Invoice: Self explanatory.
    All past or created invoices will show up here.

    User can also create a new invoice. Below is a image of what that looks like.

    From here they can add different services, supplies, investigations etc. Updating price list is limited to admins or higher type of users. Another thing to note here is there are two saving options for invoices, Pressing “Save+Complete Invoice” will mean this is the final invoice and it can not be customized later on, But pressing “Save Invoice” will give that flexibility to the user of changing or adding things later on.


    Organization Manager
    Here user can see which organization they belong to and what is their role in that organization.
    They can also search and create new organization from here.


    Clicking on the three dot from the right side of the organization tab will open a dropdown list of options,

    From here user can,
    Edit Organization: Edit details of the organization. name, address etc.
    Manage Users: List of users already in that organization, adding new users etc.
    Manage Unit Price: Manage the pricing of services, pharmaceuticals, supply etc.
    Remove Organization: Self explanatory.
    Leave Organization: Self explanatory.


    Pending Reports


    Accounts Manager
    Clinic owners can add incomes,expenses and see their net profits from this section of the clinic app.



    Income: In the income tab clinic staffs or accounts staffs can add entries of different type of items with name, category and value. It will show below in the “Income Items” section.Also incomes from other sources like invoiced bill or pharmaceutical sales etc. will automatically show up here in income items. This automation speeds up the process of accurate income calculation.
    Expenses: All the expenditure of a clinic can be added from here. This includes general expenses, salaries and utility bills. This will greatly help the clinic owner to calculate expenses of their establishment. This also helps the clinic staff to keep an accurate record.


    Net Profit: This will automatically calculate the net profit using the data from income and expense tabs. It's easy and reliable.



    Pharmacy Manager
    This section of the app helps to keep record of all the pharmaceutical items sales. Buying price and selling price of the items with quantity and expiry date, makes the process of keeping records easier.




    Invoice Manager
    A simple section for managing all the invoices and printing them.




    Commission Manager
    Clinic/Hospital can check their third party commission from here. They can search the person by name or by their mobile number. They can also filter date range for specific timelines.




    Send Notification
    From here user can send notification to Doctor, Patient and Clinic.Simple messages can be sent from here. You may remember the notification bell from the earlier part of the document, notification sent by anyone is instantly shown by the notification bell. A search option available for convenience





    THIS CONCLUDES A BASIC TUTORIAL OF THE CLINIC APP.
    FOR FURTHER INSTRUCTIONS OR INQUIRY PLEASE CONTACT US AT contact@bdemr.com